সুজানগর (পাবনা) প্রতিনিধি : সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে অমর একুশে ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের আলোচনা সভা সোমবার সকালে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রওশন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, সহকারী কমিশনার ভূমি মিনহাজুল ইসলাম, উপজেলা ভাইস-চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার আহমেদ, বীরমুক্তিযোদ্ধা এস এম সামছুল আলম, আব্দুল হাই, প্রধান শিক্ষক মনসুর আলী প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও সুজানগর প্রেসক্লাবের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদের স্বরণে রোববার (২১ ফেব্রæয়ারি) ২০২২ খ্রি. রাত ১২:০১ মিনিটে পাবনার সুজানগর উপজেলা চত্বরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার, সিনিয়র সাংবাদিক তৌফিক হাসান, সহ-সভাপতি জামিলুর রহমান লিটন, সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান ও এম মুঞ্জু উপস্থিত ছিলেন।