মুক্তচেতনা ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠজন, প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ফজলে এলাহী আব্দুর রব বগা মিয়ার ৫০তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
দিবসটিকে কেন্দ্র করে শনিবার (২৫ ফেব্রুয়ারি-২০২৩ খ্রি.) সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মরহুম আব্দুর রব বগা মিয়ার ছেলে মোস্তাক আহমেদ সুইট।
বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম।
এ সময় আরও বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক ও সুধীজন সহ নানা শ্রেণি পেশার মানুষ। এর আগে মরহুম আব্দুর রব বগা মিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাই এক মিনিট নিরবতা পালন করেন। শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।