মুক্ত চেতনা ডেস্ক : পাবনার জেলা প্রশাসক মো. কবীর মাহমুদ বলেছেন, ইছামতি নদীর দুই পাড়ের সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদী খনন এবং পানি প্রবাহ নিশ্চিত করনের সব ধরনের আইনী জটিলতার অবসান হয়েছে। শীঘ্রই নদীর দুই পারের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদী খননের কাজ শুরু করা হবে। তিনি আরও জানান, পাবনা- ৫ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এই কার্যক্রমের উদ্বোধন করবেন। রোববার (২৮’ফেব্রুয়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নদী রক্ষা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আফরোজা আখতার‘র সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন পাউবো পাবনার সহকারী পরিচালক মোশারফ হোসেন এবং ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম প্রমুখ।
এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদ নেওয়াজ, চাটমোহর উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈকত ইসলাম, সুজানগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রওশন আলী, বেড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহা. সবুর আলী, আটঘরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. ফুয়ারা খাতুন, ঈশ্বরদী উপজেলা নিবার্হী কর্মকর্তা পি এস ইমরুল কায়েস, সাঁথিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা এস এম জামাল আহম্মেদ, ভাঙ্গুড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান, সকল উপজেলার সহকারী ভূমি কমিশনার, ডিআরবিও রেজাউল করিম, সার্কেল অ্যাডজুটেন্ট আব্দুর রহমান রানা, বিআরডিবি উপ-প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম , জেলা সমবায় কর্মকর্তা সোলাইমান বেগ এবং পরিবেশ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হোসাইন প্রমুখ।