ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের ফল উৎসব

শেয়ার করুন

শহর প্রতিনিধি : “ফল খাই পুষ্টি পাই, সুস্থ্য সবল থাকতে চাই” এই প্রতিপাদ্য নিয়ে ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজ পাবনা’র শিক্ষার্থীদের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩১’ মে) ২০২২ খ্রি. বেলা ১১টায় শিক্ষা প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে গভর্নিং বডির সভাপতি আলহাজ¦ আবুল কাশেমের সভাপতিত্বে ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। তিনি বলেন পুষ্টি সচেতনতায় ফলের গুরুত্ব অপরিসীম। এ সময় বাজারে প্রচুর পরিমানে ফল পাওয়া যায়। এজন্য এ মাসকে ফলের মধুমাস বলা হয়। এ মাসে আমরা বেশি পরিমানে দেশীয় জাতের ফল খাব। এতে পুষ্টির চাহিদা পুরন হবে। আমরা সুস্থ থাকবো।

বিশেষ অতিথির বক্তব্য দেন কবি প্রাবন্ধিক ও সাংবাদিক শফিক আল কামাল, সহকারি অধ্যাপক নীহার আফরোজ জলি। শুরুতে স্বাগত বক্তব্য দেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সুরাইয়া সুলতানা। সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি মাহফুজা খাতুন।

এ সময় সহকারি প্রধান শিক্ষক আইয়ুব হোসেন খান, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি আব্দুল আলীম বিশ্বাস, সিনিয়র প্রভাষক মো. মোশারফ হোসেন, সহকারি শিক্ষক রিজিয়া খাতুন, সুলতানা পারভীন, নাহিদুর রহমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই উৎসবে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা ৫২ রকমের ফল নিয়ে বিভিন্ন নক্সায় কেটে বাহারী রুপে প্রদর্শন করে। শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে অংশগ্রহনকরীদের প্রতিযোগিতায় ফলাফলের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *