মুক্ত চেতনা ডেস্ক : পাবনা ঈশ্বরদী উপজেলার রুপপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ জুলাই ২০২৩ খ্রি.) বেলা ১১ টায় প্রতিবন্ধী পুর্নবাসন ও মানবাধিকার সমিতি রুপপুর অফিস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন। তিনি বলেন প্রতিবন্ধীদের মেধা অনুযায়ী যে যেমন কাজ করতে ইচ্ছুক তাদের কয়েকটি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ দিতে হবে। সেই সাথে তাদের পাশে সহযোগীতার হাত প্রসারিত করে প্রশিক্ষণ মোতাবেক উপকরণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি প্রতিবন্ধীদের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন।
প্রতিবন্ধী পুর্নবাসন ও মানবাধিকার সমিতির সভাপতি মো. সানোয়ার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান।
এছাড়াও বক্তব্য দেন জেলা আওয়ামীলীগ সদস্য বশির আহমেদ বকুল, ঈশ্বরদী উপজেলা সমবায় সমিতি কর্মকর্তা মাসুদ রানা, পাকশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জান পিন্টু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রতিবন্ধী পুর্নবাসন ও মানবাধিকার সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয়রা।