ঈশ্বরদীর নিখোঁজ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ

শেয়ার করুন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনা ঈশ্বরদী থানা সলিমপুর ইউনিয়নের বড়ইচারা এলাকা হইতে নিখোঁজ কিশোরী জরিনা খাতুনকে (১৫) উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশর একটি দল।

পুলিশ জানান গত-১০/০২/২০২৫ খ্রি. দুপুরে কিশোরী জরিনা খাতুনকে নিখোঁজ হলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে ১৮/০২/২০২৫ খ্রি. মেয়ের মা জরিনা খাতুন ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরী করেন (নং-১০৯৬)। বিষয়টি ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ পাবনার পুলিশ সুপারকে অবহিত করলে তাৎক্ষণিক এস আই (নিঃ) আতাউল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।

পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় এস আই আতাউলের নেতৃত্বে ঈশ্বরদী থানার একটি চৌকস টিম (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতায় ঢাকার মোহাম্মদপুর থানা মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকা হতে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে ঈশ্বরদী থানার হেফাজতে নিয়ে আসে। পরে তার বাবা মায়ের জিম্মায় প্রদান করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *