ঈশ্বরদী রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

শেয়ার করুন

সংবাদদাতা : পাবনার ঈশ্বরদী উপজেলায় নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকা থেকে কুন আলেকজান্ডার (৩১) নামের এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ এপ্রিল-২০২৩ খ্রি.) সকালে প্রকল্পের গ্রিন সিটির একটি আবাসিক ভবনের কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কুন আলেকজান্ডার ‘টেস্ট রোসেম লি.’ নামের একটি রুশ প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করতেন।

পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ এপ্রিল-২০২৩ খ্রি.) রাতে কাজ শেষ করে কুন আলেকজান্ডার নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে সহকর্মীরা তাকে ডাকাডাকি করলে তার কোনো সাড়াশব্দ মেলেনি। পরে পুলিশকে খবর দিলে বেলা ১১টার দিকে কক্ষের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে কুন মারা গেছেন। মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *