সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়া বাজার ও বোয়াইলমারী বাজারের সিটকাপড়, গার্মেন্টস পোশাক, জুতা-স্যান্ডেল এবং লেপতোষক দোকান মালিকদের নিয়ে ‘একতা দোকান মালিক সমিতির’ কমিটি গঠন হয়েছে। সর্বসম্মতিক্রমে হামিদ ক্লথ ষ্টোরের প্রোপাইটর আলমগীর হোসেনকে সভাপতি এবং কবিতা ফ্যাশান-১এর প্রোপাইটর সাব্বির জামান রুবেলকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৮এপ্রিল) রাতে সাঁথিয়া বাজারের মোল্লা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় সমিতির কমিটি গঠন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোয়াইলমারী বাজার বনিক সমিতির সভাপতি আব্দুস সমাদ মোল্লার সভাপতিত্বে এবং শিক্ষক বাবর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঁথিয়া সরকারি কলেজের প্রভাষক ডঃ কামরুজ্জামান বকুল। এ সময় উপস্থিত ছিলেন, সাঁথিয়া বাজার বনিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম সেলিম, সাধারণ সম্পাদক টিপু সুলতান, বোয়াইলমারী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব প্রামানিক, সাঁথিয়া বাজার বনিক সমিতির সহ সভাপতি সোহেল রানা, বদিউজ্জামান আলমসহ অন্যান্য দোকানের প্রোপাইটরগণ।