পাবনা প্রতিনিধি : এপেক্স ক্লাব অব পাবনা’র তৃতীয় বার্ষিক সাধারণ সভা(এজিএম) শনিবার (০৬’নভেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের গ্যান্ড মুসলিম রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
প্রথমে কোরআন তোলোয়াত মধ্যেদিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর যথারীতি উপস্থিত সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন ও কèাবের আদর্শ পাঠ করা হয়। ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডা. মঞ্জুর এলাহীর সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন পেশ করেন প্রেসিডেন্ট এপেক্সিয়ান অ্যাড. তৌফিক ইমাম খান। সভায় ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক ২০২২ খ্রি. ১১ সদস্যে বিশিষ্ট নতুন বোর্ড গঠন করা হয়। নব গঠিত বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান তাহমিনা খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান সানজিদা খাতুন, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান জামিল হোসেন, এক্সপানশন ডিরেক্টর এপেক্সিয়ান অ্যাড. তৌফিক ইমাম খান, সেক্রেটারী এপেক্সিয়ান আলী আকবর মিঞা রাজু, ট্রেজারার এপেক্সিয়ান অ্যাড. রমজান আলী মৃধা রবিন, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান শফিক আল কামাল, মেম্বারশিপ এন্ড এটেইন্ডেন্ট ডিরেক্টর এপেক্সিয়ান আব্দুর রহমান সুমন, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেক্সিয়ান কামরুন নাহার লুনা, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান ফাহিমা সুলতানা রেখা এবং সার্জেন্ট এ্যাট আর্মস এপেক্সিয়ান দেলোয়ার হোসেন। ২০২২ খ্রি. নব গঠিত ক্লাব মানব সেবায় এপেক্স আন্দোলনকে একধাপ এগিয়ে নিবে।
সভায় ৩জন নতুন সদস্যকে ক্লাবের ব্যাস পরিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এপেক্সিয়ান জমিদার রহমান, বাবলা ওয়াজেদ, প্রধান শিক্ষক মাহমুদুল ইসলাম, সাঈদ উল ইসলাম, রফিকুল ইসলাম, অ্যাড. জেনিফার সুলতানা এ্যানি, অ্যাড. ফিরোজ মাহমুদ প্রমুখ।
সেবা সুনাগরিকত্ব ও সৌহার্য এই তিনটি প্রতিপাদ্য নিয়ে ১৯৩১ খ্রি. অস্ট্রেলিয়া প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক সেচ্ছাসবী সংগঠন এপেক্স ক্লাব। বাংলাদেশে ১৯ জুলাই ১৯৬১ খ্রি. প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।