কুড়িগ্রামের রৌমারীতে অবৈধ বালু উত্তোলন বিষয়ে ‘বেলা’র আলোচনা সভা

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র উদ্যোগে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ‘ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সমস্যা চিহ্নিত ও করণীয় শীর্ষক এক ফোকাস গ্রুপ ডিসকাশন (এফডিজি) সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৯’ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার যাদুরচর ইউনিয়নের নতুন গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও বেলা’র রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নদী ভাঙ্গনের শিকার লালকুড়া গ্রামের ক্ষতিগ্রস্থ আনিছুর রহমান ও হেলাল উদ্দিন, কর্তিমারী বাজার পাড়ার তসলিম উদ্দিন, দিগলেপাড়া গ্রামের সাইন উদ্দিন, ধনার চর নতুন গ্রামের শফিকুল ইসলাম, বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যান, স্থানীয় সাংবাদিক এসএমএ মোমেন, শওকত আলী মন্ডল, শাহাদত হোসেন, মাসুদ পারভেজ রুবেল ও রফিকুল ইসলাম প্রমুখ। বেলা’র নেটওয়ার্ক মেম্বার মো. ফজলুল হক বাবলু আলোচনা সভায় বিভিন্ন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।

আলোচনা সভায় উপস্থিত ভুক্তভোগীরা ব্রহ্মপুত্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী ফসলীজমি ও বসতভিটা বিলীন হওয়া, সড়ক ভেঙ্গে যাওয়া, শব্দ ও বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়াসহ পরিবেশের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন।পরিবেশের ভারসাম্যতা রক্ষাসহ এ সকল সমস্যা সমাধানের ব্যাপারে বেলা’র কাছে আইনি সহযোগিতা কামনা করেন। এ সময় আলোচনা সভায় ঐ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *