নিজস্ব প্রতিনিধি : কনজুমারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা কমিটির মাসিক সভা শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাব গলি রানা শপিং কমপ্লেক্স (তৃতীয় তলা) দৈনিক সিনসা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনটির জেলা কমিটির সহ-সভাপতি ও রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলমের সঞ্চালনায় বক্তব্য দেন ক্যাব’র নির্বাহী সদস্য ও সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, নির্বাহী সদস্য ও ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি কবি জেবুন্নেছা ববিন, যুগ্ম-সম্পাদক ও দৈনিক মুক্তচেতনা’র সম্পাদক শফিক আল কামাল, যুগ্ম-সম্পাদক ও জজ কোর্টের আইনজীবী জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক কবি ও প্রাবন্ধিক ড. মনছুর আলম, দপ্তর সম্পাদক মনোয়ারা পারভীন, অর্থ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ মিয়া রানা প্রমুখ।
বক্তাগণ বলেন, ইউক্রেণ যুদ্ধ বৈষ্যয়িক অর্থনৈতিক মন্দা এখন সারা বিশ্বে বিরাজমান। সে কারণে আমদানী নির্ভর পণ্য সামগ্রীর বাজার উর্ধ্বগতি। তথাপি স্থানীয় উৎপাদিত পন্য যাতে কৃষক থেকে শুরু করে পাইক্রেরী ব্যবসায়ী পর্যন্ত মধ্য স্বত্তভোগীরা সিন্ডিকেট করে কৃত্তিম সংকট সৃষ্টি করতে না পারে সেদিকে সচেতনাতা তৈরি করতে হবে। সেই সাথে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি বাড়াতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।
এছাড়াও সংগঠনটির জেলা কমিটির নির্বাহী সদস্য প্রয়াত এ কে মির্জা শহিদুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।