খাদ্য অধিকার বাংলাদেশ পাবনা জেলা কমিটি’র আলোচনা সভা

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খাদ্য অধিকার বাংলাদেশ পাবনা জেলা কমিটির উদ্যোগে ১৬ অক্টোবর বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) ২০২২ খ্রি. বিকাল ৪ টায় এক আলোচনা সভা শহরের শালগাড়িয়া আতাইকুলা সড়কে পাবনা প্রগতি সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

পাবনা প্রগতি সংস্থার চেয়ারম্যান মাহমুদ আরব মলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন খাদ্য অধিকার বাংলাদেশ পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও পাবনা প্রগতি সংস্থা’র নির্বাহী পরিচালক এম এ সালাম।

এ সময় বক্তব্য দেন এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও ক্যাব পাবনা জেলা শাখার যুগ্ম-সম্পাদক শফিক কামাল, বিশিষ্ট ব্যবসায়ী মো. মোকাফফর শেখ। মুক্ত আলোচনায় অংশ নেন কমিটির সদস্য ও কারিগরি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোছা. মনোয়ারা পারভীন, পড়শী সংস্থার নির্বাহী পরিচালক মালা সরকার, দুলাই জন কল্যাণ সংস্থার সমন্বয়কারী বিপাশা বকুল, প্রগতি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী তানজিল আরা ও আমিরুল ইসলাম প্রমুখ।

বক্তাগণ, সামাজিক সুরক্ষা কর্মসূচির বরাদ্দ বাড়ানো, দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কমানোর দাবিসহ দেশে খাদ্য সংকট নিরসনের লক্ষ্যে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানান। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *