শহর প্রতিনিধি : গ্লোবাল ওয়ানের উদ্যোগে পাবনায় ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করা হয়।
শনিবার (২০’ আগস্ট) সকালে পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত সচিব (মেম্বর ডাইরেক্টিং স্টাফ বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র) আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ, গ্লোবাল ওয়ানের প্রধান নির্বাহী ড. হুসনা আহমেদ এবং অষ্টেলিয়ার নাগরিক, সমাজ সেবক শহিদ হেবাতুল্লাহ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইমাম গাযযালী গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, সদস্য আলহাজ্ব সামসুর রহমান, আলহাজ্ব এডভোকেট হাতেম আলী, গ্লোবাল ওয়ান’র চীপ অপারেশন অফিসার সাইফুদ্দীন আহমেদ, কান্ট্রি ম্যানেজার রায়হান মাহমুদ কাদেরী, সিনিয়র লজিষ্টিক অফিসার রমাজান আলী, শিক্ষা প্রতিষ্ঠানটির সহ. প্রধান মো. আনিসুর রহমান, মো. আইউব হোসেন খান, আব্দুল আলিম বিশ্বাস, মাহফুজা খাতুন ও শিরিনা আক্তার সহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। প্রতিষ্ঠানের বায়োগ্রাফি তুলে ধরেন ছাত্রী জান্নাতুল মাওয়া।
অতিথিবৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। সেই সাথে অবকাঠামোগত ও শিক্ষার মানউন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। ইতিমধ্যে বিদ্যালয়টি জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ার শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। শিক্ষা প্রতিষ্ঠানটির মিলনায়তনে অতিথিবৃন্দের বিশেষ অভ্যর্থনা জানানো হয়। এর আগে বিদ্যালয়ে প্রবেশকালে স্কুলের শিক্ষার্থীরা অতিথিবৃন্দকে গার্ড অব অনার প্রদান করেন। এছাড়াও আগত অতিথিবৃন্দের বিশেষ শুভেচ্ছা জানাতে মিলনায়তনে শিক্ষার্থীরা সুসজ্জিত পোষাকে বিভিন্ন কার্যক্রমের দক্ষতার উপরে ডিসপ্লে উপস্থাপন করেন।