জেলা আইনজীবী সমিতির নামাজ ঘরে সলিসিটর মামুন কাদেরী’র এসি প্রদান

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনা শহরের শালগাড়িয়া এলাকার কৃতি সন্তান, ইংল্যান্ড সুপ্রিম কোট আইনজীবী সলিসিটর মামুন কাদেরী’র পক্ষ থেকে পাবনা জেলা আইনজীবী সমিতির নামাজ ঘর’র জন্য একটি দের টোন এসি তাঁর বাবা পাবনার প্রবীণ আইনজীবী জহির আলী কাদেরী স্ব-শরীরে উপস্থিত হয়ে উপহার হিসেবে প্রদান করেন।

সোমবার (০৪ এপ্রিল) দুপুরে এসি হস্তান্তর সময়ে উপস্থিত ছিলেন পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাড. তৌফিক ইমাম খান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল আহাদ বাবু ও অ্যাড. মোহা. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ আলহাজ্ব অ্যাড. কাজী সাইদুর রহমান, যুগ্ম-সম্পাদক (সংস্কৃতি) মো. রফিকুল ইসলাম রফিক, অডিটর মো. আকরামুজ্জামান মামুন, সদস্য কাউছার আহ্মেদ কাজল, মোছা. মৌসুমী আকতার, মো. আশরাফুজ্জামান প্রিন্স, মো. সাইফুল ইসলাম।

পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. খন্দকার মাকসুদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাড. তৌফিক ইমাম খান এসি প্রদান কারীর প্রতি সন্তোষ প্রকাশ পূর্বক ধন্যবাদ জানিয়ে অভিব্যক্তিতে বলেন পবিত্র মাহে রমজানে গরমের মধ্যে এসিতে রোজাদারবৃন্দ শান্তিতে নামাজ আদায় করতে পারবেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *