ড. মুসলিমা জাহানের “টাইম লাইন“ গ্রন্থের প্রকাশনা উৎসব

শেয়ার করুন

আলো ডেস্ক : লেখক উন্নয়ন কেন্দ্র উদ্যোগে ড. মুসলিমা জাহান ময়নামতির “টাইম লাইন“ গ্রন্থটির প্রকাশনা উৎসব বৃহস্পতিবার (৩১ মার্চ) ২০২২ খ্রি. রাজধানী ঢাকায় জাতীয় শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়।

প্রকাশনা উৎসব উদ্বোধন করেন লেখক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান ও চিরঞ্জীব মুজিবের প্রযোজক লিটন হায়দার।

লেখক উন্নয়ন কেন্দ্রের প্রধান উপদেষ্টা লায়ন মো. গনি মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম কনক সঞ্চালনায় লেখক গবেষক ড. মুসলিম জাহানের গ্রন্থ টাইমলাইন এর উপর আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মঞ্জুর মুর্শিদ তুহিন, ড. ফোরকান উদ্দিন আহমেদ, অভিনেতা আব্দুল নূর সজল, কবি আরিফ ময়নুদ্দিন, বিশিষ্ট আইনজীবী কবীর শেখ আব্দুল হক চাষি, কবি ইকবাল হোসেন, লেখক প্রকাশক হুমায়ুন কবির, কবি ও গীতিকার এম আর মঞ্জু, বিশিষ্ট আবৃত্তিকার রোকসানা লাকি, নজরুল বিশেষজ্ঞ উজ্জ্বল ও আসি, কবি ইসরাত মিতু, কণ্ঠশিল্পী প্রীতি স্পর্শ, কবি রওশনারা, প্লানচেট লেখক কাপ্তান নুর, অভিনেত্রী রওনক বিশাকা শ্যামলী, কণ্ঠ শিল্পী চিত্রা সাহা, কবি শাহেদ ফারসি, সমাজসেবক সালাম মোল্লা, কবি নুসরাত জাহান ও কথা সাহিত্যিক আহমেদ মুনীর।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *