মুক্ত চেতনা ডেস্ক : কেনাকাটা কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদের মঙ্গলবার (১৯ এপ্রিল) ২০২২ খ্রি. বিকেলের মধ্যে আবাসিক ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিলেও ছাত্ররা তা মানেননি। সংঘর্ষের পর রাত পৌনে নয়টা পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নিয়েছে। অন্যদিকে নিউ মার্কেটের ব্যবসায়ীরাও অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (উপাধ্যক্ষ) এ টি এম মইনুল হোসেন বলেন, শিক্ষার্থীদের ছাত্রাবাস না ছাড়ার বিষয়টি তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আগের ঘোষিত সময়ের বিষয়ে কোনো নতুন সিদ্ধান্ত হয়নি। কলেজ প্রশাসন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় আছে। সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে কলেজ প্রশাসন ঢাকা কলেজের আবাসিক ছাত্রাবাসগুলো আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করে। একই সঙ্গে মঙ্গলবার বিকেলের মধ্যে ছাত্রাবাস খালি করতেও নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ।
ছাত্ররা এ নির্দেশ প্রত্যাখ্যান করে বেলা সাড়ে তিনটার দিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। উদ্ভূত পরিস্থিতিতে তাঁরা ছাত্রাবাস ও ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছেন।
ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের নেতা ফুয়াদ হাসান বলেন, প্রয়োজনে আমরা লাশ হয়ে বের হব। তবু হল-ক্যাম্পাস ছাড়ব না। সাধারণ ছাত্রদের ওপর যে হামলা চালানো হয়েছে, এর সুষ্ঠ বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।