মুক্ত চেতনা ডেস্ক : পাবনা-০৫ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বলেছেন দেশ ও জনগণের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিভিন্ন সাংস্কৃতি, আর্থসামাজিক ও মানবিক উন্নয়ন কর্মযজ্ঞ করে যাচ্ছেন।সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মনোহরপুর বড়ব্রিজ থেকে জেলার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের তারাপাশা সুইচগেট পর্যন্ত পৌনে ৩ কোটি টাকার ১০.২৪৫ কিলোমিটার নদীর পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন নদী পুনঃখনন কাজে সংশ্লিষ্ট ঠিকাদার যেন নয়-ছয় ভাবে কাজ করে সরকারের নকল্যাণমুখি উদ্দেশ্য বাধাগ্রস্ত করতে না পারে এবং দূর্নীতি রোধে ঠিকাদারের কাছ থেকে স্থানীয়দের সিডিউল মোতাবেক কাজ বুঝে নেওয়ার আহবান জানান।তিনি আরও বলেন, নদী খননের ফলে মাছ চাষ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলজ প্রাণীর অবাধ বিচরণ এবং নদীর দুপাড়ে বনায়ন হলে মানুষের কল্যাণ বয়ে আনবে। সরকারের এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে দূর্নীতি, অনিয়ম রোধ করে ঠিকাদারাদের সঠিক ভাবে কাজ সম্পন্ন করার আহবান জানান।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও উপবিভাগীয় প্রকৌশলী শাহীন রেজার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল্লাহ, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশাররফ হোসেন, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা পরিষদের ভােইস-চেয়ারম্যান সামছুন্নাহার রেখা, পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সম্পাদক সোহেল হাসান শাহীন, মালিগাছা ইউনিয় পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম শরিফ, মালঞ্চী ইউনিয় পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম প্রমুখ।