পাবনায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের মতবিনিময়

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : পাবনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় সভা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপি’র আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এ সময় তিনি বলেন সৈরাচারি সরকার যে কায়দায় শাসন করে দেশকে ধ্বংসের দিকে ধাবিত করেছে, এই অবস্থা থেকে উত্তরণের চেষ্টা চলছে। আগামীতে সকল দলের অংশগ্রহনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি অবাধ এবং সুষ্ঠু সংসদ নির্বাচনের পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করবো, ইনশাআল্লাহ।

মঙ্গলবার (১৯ নভেম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা ৬ টায় শহরের আব্দুল হামিদ সড়কের আল আকসা মার্কেট সংবাদপত্র মালিক গ্রুপের অফিসে পাবনা বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি সাংবাদিকদের মাঝে বৈষম্য দুরিকরণে তার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজের সভাপতি ডাক্তার আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল রানা বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবু ওবায়দা শেখ তুহিন।

এছাড়াও বক্তব্য দেন দৈনিক জীবন কথার সম্পাদক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ, এ যুগের দ্বীপের সম্পাদক ওমর সরকার, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোবারক বিশ্বাস, বার্তা সংস্থা আইএনএস এর প্রধান সম্পাদক হাসান আলী, এসএ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও বাংলাদেশের খবর জেলা প্রতিনিধি শফিক আল কামাল, অগ্রযাত্রা টিভির জেলা প্রতিনিধি সেলিম মাহমুদ, দৈনিক প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি খালেকুজ্জামান পান্নু ও দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক খবর বাংলার ব্যবস্থাপনা সম্পাদক শামীম আহমেদ, মোহনা টিভির জেলা প্রতিনিধি ইকবাল হোসেন, রাজধানী টিভির নিজস্ব প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক সমাজ সংবাদের জেলা প্রতিনিধি আলাউদ্দিন বিন কাশেম, দৈনিক বাংলার নবকন্ঠ’র জেলা প্রতিনিধি জামিল হোসেন, দৈনিক বাংলার খবরের জেলা প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক দিগন্তরের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মোমিন, দৈনিক নবকন্ঠের জেলা প্রতিনিধি মিথুন শেখ, দৈনিক পাবনার আলোর স্টাফ রিপোর্টার মোহাম্মদ সিয়াম, রেহানা পারভিন, দৈনিক খবর বাংলার স্টাফ রিপোর্টার ইমতিয়াজ আহমেদ ও আকাশ খান প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *