মুক্ত চেতনা ডেস্ক : পাবনার আটঘরিয়া ইশারত আলী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (১০’মার্চ) দিনব্যাপী বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা-২০২২ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং আটঘরিয়া সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. ইশারত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-সিরাজগঞ্জ নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। তিনি বলেন খেলাধুলা শরীর সুস্থ্য রাখে, মেধা ও মনকে বিকশিত করে। শিক্ষা জাতির মেরুদন্ড। খেলুধুলার মাধ্যমে সুস্থ সবল জাতি গঠন করে সুশিক্ষায় শিক্ষিত হবে। ভাল মানুষ হয়ে শিক্ষার্থীদেরকে দেশের কল্যাণে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন আটঘরিয়া সহকারি ভূমি কমিশনার মো. আরিফুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহজাহান ও জেলা মহিলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নীহার আফরোজ জলি।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুল ইসলাম। ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় সুধীজন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।