মুক্ত চেতনা ডেস্ক : পাবনার আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের শারীর ভিটা গ্রামের মসজিদের পাশ থেকে অজ্ঞাত (৬৮) এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।তিনি বেড়া উপজেলার জাতসাকিনিয়া ইউনিয়নের সিন্দুরি গ্রামের মৃত আব্দুর রহিম শেখের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মসজিদের মোয়াজ্জেম প্রতিদিনের ন্যায় ফজরের আযান দিতে যাওয়ার সময় মসজিদের পিছনে ঢালাই রাস্তার উপর অজ্ঞাত ব্যাক্তির ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।