পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার হেরোইনসহ ৪ নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৯ এপ্রিল ২০২৩ খ্রি.) সকালে র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. তৌহিদুল মবিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৮ এপ্রিল ২০২৩ খ্রি.) গভীর রাতে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সিনিয়র এএসপি কিশোর রায়ের নেতৃত্বে একটি দল ঈশ্বরদী উপজেলার পৌর সুপার মার্কেট সংলগ্ন জনতা ব্যাংকের সামনে অভিযান চালিয়ে হেরোইনসহ ৪ নারী মাদক কারবারী কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলো রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক গ্রামের সেরাজুল ইসলামের স্ত্রী মেরজাহাতুন (৩৬), চর বোয়ালমারী গ্রামের মৃত আমজাদ আলীর স্ত্রী গোলবাহার (৫০), নওগাঁর আত্রাই উপজেলার পারকাসুন্দিয়া গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী শেনারা খাতুন (২১) ও ঈশ্বরদীর পিয়ারাখালী এলাকার আজম মণ্ডলের ছেলে ইমরান (২৭)। এ সময় আটককৃতদের কাছ থেকে এক কেজি ৪৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের সবার বিরুদ্ধে মাদকদ্রব্যের থানায় একাধিক মামলা রয়েছে।