মুক্ত চেতনা ডেস্ক : পাবনার ফরিদপুর উপজেলায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল উপজেলার পুঙ্গলি ইউনিয়নের বিলচন্দক গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ঐ এলাকার খাইরুল মোল্লার ছেলে মানিক মোল্লা (২২) ও তার স্ত্রী লাইলী আক্তার (১৯)।
সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন বলেন, ছয় মাস আগে তাদের বিয়ে হয়। মেয়ের বাবার বাড়ি চাঁদপুরে। তারা গার্মেন্টসে চাকুরী করতেন। কয়েক মাস ধরে বাড়িতেই থাকতেন তারা। দুপুরে খাওয়া দাওয়ার পর স্বামী-স্ত্রী তাদের ঘরে যায়। অনেক সময় সাড়া শব্দ না পেয়ে দেখা যায় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। পরে দরজা ভেঙে পরিবারের লোকজন দেখতে পান তারা দু’জনই ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেয়া অবস্থায় ঝুলছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দু’জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন আরও বলেন, কি কারণে তারা আত্মহত্যা করেছেন সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফীরদপুর থানায় একটি অপমত্যু মামলা দায়ের করা হয়।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, করোনাকালে গার্মেন্টসের চাকুরী চলে যাওয়ায় বেকার হয়ে পড়েন স্বামী- স্ত্রী দুজনেই। বাড়িতে ফিরে আসার পর সংসারে প্রচন্ড অভাব দেখা দেয়। এ নিয়ে পরিবারের সাথে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে ক্ষোভে অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করতে পারে গার্মেন্টস দম্পতি।