পাবনার বেড়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। সম্প্রতি পদ দুটি শুন্য হওয়ার কারণে পাবনায় এক অনানুষ্ঠানিক সভার মাধ্যমে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের উপস্থিতিতে দলের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন অনিল কুমার পাল কে বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আব্দুর রশিদ দুলালকে সম্পাদকের দায়িত্ব পালনের নির্দেশ দেন।
পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। অনিল ও দুলালের দায়িত্ব প্রদান করায় বেড়া উপজেলার আওয়ামীলীগ নেতা কর্মীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, বেড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাতেনকে সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সকল পদ থেকে অব্যহতি দেয়া হয় এবং সম্পাদক আব্দুল কাদের করোনা আক্রান্ত হয়ে সম্প্রতি মৃত্যু হয়।