মুক্ত চেতনা ডেস্ক : পাবনা সুজানগর উপজেলার বনকোলা গ্রামের জয়েনউদ্দিন শেখ’র বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘোড়াফেরা অবস্থায় স্থানীয়রা এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে মালিফা তদন্ত কেন্দ্রের এস আই শামীম রেজা ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তির নিকট থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি টিপ চাকু, লোহার হাতুরী ও মোবাইল ফোন জব্দ করে। বুধবার (১৭’ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তি জীবন খান (৪০) ওরফে জীবন কসাই সুজানগর উপজেলার মানিকহাট গ্রামের আজিবর খানের ছেলে। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। তার সহযোগী একই এলাকার বাতেন’র ছেলে মো. হাতেম আলী পালিয়ে যায়। এ ঘটনায় মালিফা তদন্ত কেন্দ্রের এস আই শামীম রেজা বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা দায়ের করেন।
পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান জেলা পুলিশের ফেসবুক স্ট্যাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।