পাবনায় আমিরুল ইসলাম (২৮) নামের এক স্থানীয় আওয়ামীলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৪’ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা তে-মাথায় এ ঘটনা ঘটে।
নিহত আমিরুল সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের মুন্তাজ হোসেনের ছেলে।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ভাঁড়ারা ইউপি চেয়ারম্যান নির্দেশে এ হত্যার এ ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী। তারা আরও জানান পরপর তিনটি গুলি করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এই হামলার নেতৃত্বে ছিল সাইদ চেয়ারম্যানের ভাই রফিক বলে দাবী এলাকাবাসীর।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ বলেন, আবু সাইদ চেয়ারম্যানের হুকুমে তার ভাই রফিক আমিনুলকে গুলি করে হত্যা করেছে। সে একজন নিরীহ শান্ত সভাবের মানুষ, তার ছেলে সন্তান এখন এতিম হয়ে গেল। এর আগেও বহু মানুষকে হত্যার মূল হোতা এই সাইদ চেয়ারম্যান। কেউ সাইদের অপকর্মের প্রতিবাদ করলেই তার ও তার পরিবারের উপর নেমে আসে নির্মম নির্যাতন।
তবে এ বিষয়ে জানতে চেয়ারম্যান আবু সাইদের মোবাইলে একাধিকবার চেষ্টা করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানাতে পারবো।