মু্ক্ত চেতনা ডেস্ক : পাবনায় সম্প্রতি বিভিন্ন স্থান থেকে মোটারসাইকেল চুরির ঘটনার অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযানে নামে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০২’ মার্চ) রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত পাবনা পৌর এলাকাসহ আতাইকুলা থানার বিভিন্ন স্থানে অভিযান করে পুলিশ।এ অভিযানে বিভিন্ন স্থান থেকে চোরাইকৃত চারটি মোটরসাইকেলসহ ৫জনকে আটক করা হয়।
আটককৃত চোর চক্রের সদস্যরা অন্যজেলার চোরাইকৃত মোটরসাইকেল নিজ জেলায় নিজেদের হেফাজতে এনে সময় সুযোগ বুঝে বিক্রি করে থাকে। আর এই জেলার চোরাইকৃত মোটারসাইকেল অন্য জেলার চোরদের কাছে বিক্রি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মোটরসাইকেল চুরির ঘটনার সত্যতা স্বীকার করেছে।
আটককৃতরা হলেন, পাবনা পৌর এলাকার অটুয়া হাউজ পাড়া মহল্লার মো. আকরাম হোসেন এর ছেলে মো. আমির হোসেন প্রান্ত (২৫), পাবনা সদর উপজেলার টাটিপাড়া এলাকার মৃত সেকেন্দার আলী বিশ্বাসের ছেলে মো হৃদয় বিশ্বাস অপু (২৪) একই এলাকার মো. লেয়াকত আলী মোল্লার ছেলে ছেলে মো বাদশা আলম (২২), মো. মোস্তফা খান এর ছেলে মো. অনিক খান (১৯) এবং পাবনা আতাইকুলা থানার মো. আব্দুল রাজ্জাক প্রামানিক এর ছেলে মো. নয়ন হোসেন পাপ্পু (২০)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ এ বিষয়ে বলেন, সম্প্রতি পাবনাতে বেশ কিছু মোটরসাইকেল চুরি সংঘটিত হয়। জেলার বিভিন্ন থানাতে এই সকল চুরির ঘটনায় অভিযোগ করেছেন ভুক্তভোগিরা।এই অভিযোগের সূত্র ধরেই চোরচক্রের সদস্যদের গ্রেফতারের জন্য পাবনা জেলা পুলিশের অভিভাবক জেলা পুলিশ মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র নির্দেশে একটি বিশেষ টিম গঠন করা হয়।এই টিম বিগত বেশ কিছুদিন বিভিন্ন সূত্র ও মোবাইল ফোন ট্রেকিং এর মাধ্যমে তাদের সনাক্ত করে চোরাই মোটরসাইকেলসহ তাদের আটক করতে সক্ষম হয়। আটককৃতরা বয়সে কিশোর বা তরুণ হলেও সকলেই আন্তঃজেলা চোরাই মোটারসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।
উদ্ধাকৃত মোটরসাইকেল গুলো হল, ১৫০ সিসি লাল, কালো ও নীল রংয়ের তিনটি পালসার, ১৫০ সিসির ইয়ামাহা আর ওয়ান ফাইভ একটি ও কালো রং এর ১৫০ সিসি ডিসকোভার।