পাবনায় আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বাঁচতে চাই’র আলোচনা সভা

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে শনিবার (১১’সেপ্টেম্বর) বেলা ১১টায় পাবনা শহরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিন। তিনি বলেন ডিজিটাল ডিভাইস সঙ্কুচিত করে মানবতা কেন্দ্রীক শিক্ষার জ্ঞান সম্প্রসারণ এখন সময়ের দাবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী মহিলা কলেজের প্রভাষক হালিমা খাতুন। স্বাগত বক্তব্য দেন বাঁচতে চাই’র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু। এছাড়াও সভায় প্রজেক্টরের মাধ্যমে ‘‘সাক্ষরতা এবং তথ্য প্রযুক্তিকে মানব কেন্দ্রীক সক্ষমতা পুনরুদ্ধার প্রক্রিয়ার কেন্দ্র বিন্দুতে রাখা’’ শীর্ষক দিবসের প্রতিপাদ্যের উপর ধারণপত্র উপস্থাপন করেন সংস্থার মিডিয়া ফেসিলিটেটর সাংবাদিক কামাল সিদ্দিকী। ধারণাপত্রের উপর মুক্ত আলোচনা ও সুপারিশ তুলে ধরে বক্তব্য দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য সাইফুল ইসলাম, শিক্ষক হেলেনা খাতুন, হাসিনা আক্তার রোজি, জেসমিন আরা শিল্পী প্রমুখ।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *