পাবনায় ইছামতি নদীর স্থাপনা উচ্ছেদে কোন বাধা নেই—মহামান্য হাইকোর্ট

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : পাবনার ইছামতি নদীর দু‘পাড়েরর অবৈধ স্থাপনা উচ্ছেদে আর কোন বাধা নেই। রবিবার (২৪ এপ্রিল) ২০২২ খ্রি. মহমান্য হাইকোর্টের বিজ্ঞ বিচারক মজিবুর রহমান মিয়া এক আদেশে এ রায় ঘোষণা করেন। যার মামলা নং ৩৫০৩/২০২০। উল্লেখ্য গত ৪ জানুয়ারি এ মামলার শুনানী শেষ হয়।

পাবনা জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন এ ব্যাপারে বলেন, ইছামতি নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে যুগান্তকারী রায় হয়েছে। এটা পাবনাবাসীর বৃহৎ স্বার্থে খুব শীঘ্রই অবশিষ্ট অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম করা হবে। একই সাথে খনন কাজ আরও গতিশীল করা হবে।

বাপাউবো পাবনার নিবার্হী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন এ বিষয়ে বলেন, পাবনাবাসীর প্রাণেরদাবী পূরন করতে আমরা সদা তৎপর। আইনী জটিলতার কারণে কাজটি করতে বিলম্ব হয়েছে। তবে আইনী লড়াইয়ে সরকার পক্ষ তথা পাবনাবাসীর জয় হয়েছে। খুব দ্রুতই কাজের গতি আনা হবে। পাবনাবাসী তাদের কাংখিত ইছামতি দেখতে পাবে।

ইছামতি নদী উদ্ধার আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, পাবনাবাসীর পক্ষে রায় দেওয়ায়, মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো ছালাম। সেই সাথে বিজ্ঞ বিচারককেও পাবনাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *