পাবনায় কালের কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শেয়ার করুন

শহর প্রতিনিধি : পাবনায় র‍্যালী, আলোচনা সভা ও কেঁক কাটার মধ্যে দিয়ে কালের কণ্ঠ’র ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি ২০২৩ খ্রি.) সকাল ১১ টায় কালের কণ্ঠ শুভসংঘ পাবনা জেলা শাখা’র উদ্যোগে একটি র‍্যালী বের হয়ে শহর প্রদ্ক্ষিণ করে পাবনা প্রেসক্লাবে এসে আলোচনা সভায় অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন। তিনি বলেন পাবনার উন্নয়নে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে সাংবাদিকদের লিখনীর মাধ্যমে পাবনার উন্নয়ন আরও তরান্বিত করতে পারে।

কালের কণ্ঠ শুভসংঘ পাবনা জেলা শাখার সভাপতি মাহাবুবুল আলম ফারুকের সভাপতিত্বে ও দৈনিক সিনসা‘র সম্পাদক এসএম মাহবুব আলম‘র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির ব্ক্তব্য দেন পাবনা মাহাতাব বিশ্বাস গ্রীণসিটির ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, চ্যানেল আই ও যুগান্তরের নিজস্ব প্রতিনিধি আক্তারুজ্জামান আক্তার, শহীদ বুলবুল সরকারি কলেজ পাবনার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উপদেষ্টা ড. মো শফিকুল ইসলাম, কালের কন্ঠ শুভসংঘ সদর উপজেলার শাখার সভাপতি ও কামরুন্নাহার লুনা, ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ,পাবনা রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন কালের কণ্ঠ পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা। শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, কালের কন্ঠর সাবেক জেলা প্রতিনিধি আহম্মেদ উল হক রানা, কালের কন্ঠ শুভসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আকবর রাজু, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, আইএনএস প্রধান সম্পাদক হাসান আলী, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সেলিম মোর্শেদ মিয়া রানা, কালের কণ্ঠ চাটমোহর প্রতিনিধি আব্দুল লতিফ রঞ্জু, শুভসংঘ পাবনা জেলা শাখার সহ-সভাপতি বাবলা ওয়াজেদ, কবি বেগম ফিরোজা খান, প্রচার সম্পাদক নুসরাত জাহান স্বর্ণা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বাসস পাবনা জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আঁখিনুর ইসলাম রেমন, দৈনিক ইত্তেফাকের পাবনা জেলা প্রতিনিধি রুমি খন্দকার, একুশে টেলিভিশনের পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, বৈশাখী টেলিভিশন পাবনা প্রতিনিধি মিজান তানজিল, পাঠশালার সম্পাদক শিশির ইসলাম, শুভসংঘ পাবনা জেলা শাখার জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম কিবরীয়া, সাংগঠনিক সম্পাদক শাকিবুল হাসান শুভ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হক, নারী বিষয়ক সম্পাদক আজিজা পারভীন, সহ-নারী বিষয়ক সম্পাদক মাহবুবুন নেসা শিলা, পরিকল্পনা বিষয়ক সম্পাদক আলহামরা পারভীন মুক্তি, সদর উপজেলার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার, ধর্মবিষয়ক সম্পাদক রিতম দাস।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *