পাবনা প্রতিনিধি : পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩ জুয়ারী কে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮’ আগস্ট) সন্ধ্যায় পাবনা শহরের শালগাড়িয়া মহল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো পাবনা শহরের দিলালপুর পুরাতন টেকনিক্যাল মোড় এলাকার মৃত আকরামুল আলমের ছেলে মো. আহসান উল আলম ওরফে পিয়াল (৪৬), আটুয়া দক্ষিণপাড়া এলাকার হায়াত আলীর ছেলে মো. আলাউদ্দিন আলাল (৪৩) এবং রাজধানী ঢাকার সদর থানার ইসলামরপুর পি কে রায় লেন এর মৃত এইচ এম সিকদারের ছেলে মো. শাহিন মাহমুদ মানিক। জুয়া খেলা অবস্থায় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৭ হাজার ৪শত ৮০ টাকা নগদ ও ১ সেট তাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
একই দিনে অপর আরেকটি অভিযানে পাবনা সদর থানার হাসপাতাল সড়ক এলাকা হতে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ১০০পিচ ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ২জন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পাবনা সদর থানার গয়েশপুর (বাবুপাড়া) এলাকার মৃত আমানত প্রাং এর ছেলে মো. শামীম আহম্মেদ ওরফে রবি (৪২) এবং একই থানার শহরের সাধুপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে মো. মাহবুল আলম ওরফে আরিফ (৪৩)। গেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।
পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান এর নির্দেশনায় ডিবি ওসি মো. আব্দুল হান্নানের নেতৃত্বে জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষে এসব অভিযান চালানো হয়।