পাবনা প্রতিনিধি : পাবনায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৭ নভেম্বর ২০২৪ খ্রি.) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সুত্রমতে জানা গেছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনিষ্ট এর সার্টিফিকেট সমন্বয় করে দ্রুত দিতে হবে। বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিবেশ এবং পাবনা জেলার উন্নয়ন সমন্বিত ভাবে দ্রুত করতে হবে। ইছামতি নদী পুন:খননের কাজ ভালোভাবে এবং যথাযথভাবে যাতে হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সচেতন থাকতে হবে। এছাড়াও পেয়াঁজ চাষীদের কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পেয়াঁজের চাদা দ্রুত সময়ের মধ্য দিতে হবে।
জেলা প্রশাসক মোহম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. জামাল উদ্দিন, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, গণপুর্ত নির্বাহী প্রকৌশলী মো. রাশেদ কবীর, মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মো. আতিকুল ইসলাম, টিএসসি অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, ফায়ার সার্ভিস এডি শারফুল আহসান, ইসলামীক ফাউন্ডেশনের এডি ইমামুল ইসলাম, সমাজ সেবা ডিডি রাশেদুল কবীর, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক কর্মকর্তা সিদ্দিক মো. ইউসুব রেজা, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা,পাবনা পৌরসভার প্রকৌশলী মো. ওবায়দুল হক ও ভোক্তা অধিকারের এডি মাহমুদুর রহমান রনি প্রমূখ।