পাবনায় ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : পাবনায় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক/ডিগ্রি কোর্সের সমমান প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্র্থীরা। এ সময় শহরের মধ্যে দিয়ে চলাচল করা ছোট বড় পরিবহন কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে পাবনা সদর হাসপাতালের সামনে থেকে একটি বিক্ষোভ সমাবেশ বের হয়ে পাবনা শহরের শহিদ চত্ত্বরে এসে সমবেত হয়। শিক্ষার্থীরা শ্লোগান দিয়ে বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আমাদের কোর্সকে স্নাতক/ডিগ্রি কোর্সের সমমানের স্বীকৃতি দাবি জানিয়ে আসছি। এই প্রেক্ষিতে ২০২৪ খ্রি. ৯ জুলাই মন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর এবং ২০ আগস্ট প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি। নীতিনির্ধারকগণ আমাদের যৌক্তিক দাবির পক্ষে সহমত পোষণ করলেও আজ অবধি কোন সুস্পষ্ট পদক্ষেপ গৃহীত হয়নি, বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

এছাড়াও বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পাবনাতেও ২০২৫ খ্রি. ২১ এপ্রিল দেশের সকল সরকারি-বেসরকারি নার্সিং কলেজ ও ইনস্টিটিউট সমূহে মানববন্ধন কর্মসূচির পালন করা হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আশা প্রকাশ করেছে তারা।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *