নিজস্ব প্রতিনিধি : পাবনার মাসুমবাজারে মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে মোবাইলকোর্টে পরিচালনা করে জরিমানা এবং মাছ জব্দ করে মাটি চাপা দিয়ে নষ্ট করা হয়।
রোববার (১১’ জুলাই) বেলা পৌনে ১১ টার দিকে নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত এর নেতৃত্বে মেবাইলকোর্টে ঐ মাছের আড়ৎদারকে ৫ হাজার এবং মাছ বিক্রেতা আ রউফ কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ মাটিতে চাপা দিয়ে নষ্ট করা হয়।
এই অভিযানে জেলা মৎস্য অফিস পাবনা কার্যালয়েল ফিল্ড এ্যাসিস্ট্যান্ট মিজানুর রহমান এবং জেলা পুলিশের সদস্যরা অংশ নেন। উল্লেখ্য, পিরানহা মাছ মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হওয়ার বাজারজাত করা সম্পূর্ণ নিষিদ্ধ।