পাবনায় পুলিশের অভিযানে নকল কারখানার সন্ধান; ২জন গ্রেফতারসহ কোম্পানী সিলগালা

শেয়ার করুন

মুক্ত চেতনা ডেস্ক : পাবনা উপজেলার নুরপুর এলাকায় একটি বাড়িতে বুধবার (২৭’ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে শিশু খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী নকল করে প্রস্তুত করার অপরাধে দুই অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলো কোম্পানীর সত্ত্বাধিকারী পাবনার আতাইকুলা থানার শাকদিয়া এলাকার মো. আব্দুল আজিজের ছেলে মো. মামুনুর রশিদ (৩৪) এবং আটঘরিয়া থানার পাড়শিদাইল এলাকার মো. মজিবর রহমানের ছেলে মো. আলমাস আলী (৩০)।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এ বিষয়ে জানান, দীর্ঘদিন যাবৎ অসাধু ব্যবসায়ী নকল শিশু খাদ্য ও নিত্য পণ্য সামগ্রী তৈরি মাধ্যমে বাজারজাত করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ২ জন অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের কারাদন্ড দিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এছাড়াও নকল মালামাল জব্দ করে কোম্পানী সিলগালা করা হয়।

তিনি আরও জানান এ ধরণের নকল পণ্য প্রস্তুতকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যহত থাকবে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *