মুক্ত চেতনা ডেস্ক : বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসক পাবনার নির্দেশনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জহিরুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার কবিরপুর এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৫ নভেম্বর) ২০২২ খ্রি. অভিযানে প্রাইম ইন্টারন্যাশনাল বিডি নামক লুব্রিক্যান্ট মোড়কজাতকারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
প্রতিষ্ঠানটি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ছাড়াই ‘R’ চিহ্ন ব্যবহার, মোড়কজাতকরনের লাইসেন্স নিয়েও লাইসেন্সের শর্তাবলী ভঙ্গ করে রঙ ও ফ্ল্যাভার মিশ্রণ করে পণ্য বাজার জাতকরণ, বোতলের মোড়কে উৎপাদনকারী দেশ হিসেবে থাইল্যান্ড ও ইউএই লিখে প্রতারণা করার অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান থেকে জানানো হয়, জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।