শহিদুল ইসলাম রিজু: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং পাবনা জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে শুরু হয় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল-২০২১। উদ্বোধনী খেলায় কুষ্টিয়া জেলা ২-১ গোলে পাবনা জেলা দলকে পরাজিত করে।
শুক্রবার (০৩’ ডিসেম্বর) বিকেলে পাবনা শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনা জেলার ৬০ দশকের সাবেক কৃতি খেলোয়ার প্রকৌশলী আব্দুর সাত্তার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া অফিসার মো. রফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রেজাউল হোসেন বাদশা, সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক, কোষাধক্ষ্য খন্দকার ইদ্রিস আলী, ফুটবল এ্যাসেশিয়েশনের কোষাধক্ষ্য রবিউল ইসলাম চৌবে ডাবলু, পাবনা জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোসাদ্দেক আলী খান খোসরু, মোহাম্মদ আলী জিন্নাহ, মো. কামিল হোসেন, মাহবুবুর রহমান বাচ্চু, জেলার সাবেক খেলোয়ার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরাসহ বিপুল সংখ্যক দর্শক।
খেলায় কুষ্টিয়া জেলা দলের পক্ষে গোল করে তরিকুল ও তানভির এবং পাবনা জেলা দলের পক্ষে গোল করে রাশেদুল ইসলাম রতন।