মুক্ত চেতনা ডেস্ক : পাবনা পৌরসভার আটুয়া মহল্লার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান চয়েন কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। রবিবার (১৮’ জুলাই) দুপুর ২টায় সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা’র উপস্থিতিতে বীর মুকিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর আটুয়া ঈদগাহ মাঠে তাঁর জানাজা নামাজ সম্পন্ন হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলী জব্বার, সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান সাচ্চু, বীর মুক্তিযোদ্ধা মেজবাহুর রহমান রোজসহ অন্যান্য মুক্তিযোদ্ধগণ এবং এলাকার বাসিন্দা।
শনিবার (১৭’ জুলাই) সন্ধ্যায় ৭টায় পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান চয়েন মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি তাঁর স্ত্রী, ২ ছেলে ৪ মেয়ে এবং আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন সন্টু, সাধারণ সম্পাদক বীর মুকিযোদ্ধা মো. মোমিনুর রহমান বরুণ, দপ্তর সম্পাদক শফিক আল কামাল গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।