পাবনায় বৃক্ষ মেলার সমাপ্তি

শেয়ার করুন

রফিকুল ইসলাম সুইট : সামাজিক বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে- ”বৃক্ষপ্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত ৭দিন ব্যাপী বৃক্ষমেলা সমাপ্ত হয়। ১৭ লক্ষ টাকা চারা বিক্রি। আর এক সপ্তাহ মেলা বাড়ানোর দাবি স্টল মালিকদের। ২৬ জুলাই বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বৃক্ষমেলা শুরু হয়েছিল। রেবিবার (৩১’ জুলাই) ২০২২ খ্রি. বিকেলে মেলা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শিমুল আকতারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র, কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের মো. রোকনুজ্জামান, নার্সারী মালিক মো. কামাল হোসেন, আনিসুর রহমান প্রমূখ।
নার্সারী মালিক সমিতির সভাপতি আনসুর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কারণে মেলার প্রথম দিকে কম বিক্রি হরেও শেষের দিকে ভালো বিক্রি হয়েছে। বর্তমানে মেলা জমে উঠেছে। মেলা এক সপ্তাহ বাড়ালে ভালো হতো।

বিভাগীয় কর্মকর্তা কাশ্যপী বিকাশ কুমার জানান, মেলায় মোট ২৮ টি স্টল রয়েছে। ৭ দিন ব্যাপি বৃক্ষমেলায় ফলদ বনজ ও ঔষুধী বৃক্ষের সমাহার ও বেচা-কেনার ব্যবস্থা ছিল। এছাড়া চারা রোপন পদ্ধতি, রোপিত চারার যত্ন -পরিচর্যাসহ পরিবেশ সুরক্ষা এবং মানব কল্যানে বৃক্ষের অবদান সম্পর্কে সেবা প্রদান করা হয়। বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলাকে সাফল্যমন্ডিত করণের জন্য দর্শনার্থীদের সুবিধার্থে প্রতিদিন মেলা সকাল ৯টা হতে রাত্রী ৮ টা পর্যন্ত চারা প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা থাকবে এবং সন্ধ্যায় মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এ পর্যন্ত ১৭ লক্ষ টাকার চারা বিক্রি হয়েছে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *