পাবনা প্রতিনিধি : দেশী ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল লালন পালনে উৎসাহিত করতে জেলার চুক্তিবদ্ধ ৪০ জন খামারীদের নিয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। রবিবার (০৬’ মার্চ) দুপুরে পাবনা সদরের টেবুনিয়া হর্টি কালচার সেন্টারে প্রশিক্ষণ কার্মশালার উদ্বোধন করেন ঢাকা প্রাণিসম্পদ অধিদপ্তরের (কৃত্রিম প্রজনন দপ্তরের) পরিচালক ডা. ভবতোষ কান্তি সরকার। উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেলার ৫টি উপজেলার নির্বাচিত ছাগল পালন খামারীদের নিয়ে এই প্রশিক্ষনের আয়োজন করা হয়। প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার ৩০ জন নারী ও ১০জন পুরুষ খামারী উন্নত প্রশিক্ষনের জন্য অংশ গ্রহণ করেছেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আল মামুন হোসেন মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা মো. আব্দুল মজিদ ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ঈশ্বরদী পাবনার উপ-পরিচালক ডা. কাজী আশরাফুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ট্রেনিং কো-অর্ডিনেটর ডা. মো. মোজাম্মেল হক।
বক্তাগণ বলেন, ছাগল বাংলাদেশের একটি অতি গুরুত্বপূর্ণ প্রাণিসম্পদ ও বিশে^ ছাগল পালনে বাংলাদেশ চতুর্থ স্থান দখল করে আছে। আমাদের দেশে আদিকাল থেকে যে ছাগল লালিত পালিত হচ্ছে তা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল হিসাবে সকলের কাছে পরিচিত। আর বিদেশ থেকে বিশেষ করে পাশবর্তী ভারতের বিভিন্ন প্রদেশ থেকে নানা জাতের ছাগল আমদানি হয়ে থাকে। তবে আমাদের দেশের আবহাওয়া ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনে অত্যন্ত উপযোগী। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর বেকারত্ব দূরিকরণ এবং দারিদ্র বিমোচন সহজেই সম্ভব। ”ব্ল্যাক বেঙ্গল” পৃথিবীর ৫টি সেরা মাংস উৎপাদন জাতের মধ্যে অন্যতম। এদের বাচ্চা উৎপাদন ক্ষমতা অধিক, মাংস সুম্বাদু, চামড়া আন্তর্জাতিক মানের, দেশের জলবায়ুতে এর জীবন যাপনের উপযোগিতা বেশি। একই সাথে এই ছাগল পালনের ফলে দেশের দারিদ্র বিমোচনের হাতিয়ার হিসাবে কাজে লাগালো সম্ভব। ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা রামছাগলের চেয়ে অনেক বেশি। আগ্রহী দক্ষ জনবল তৈরিতে বর্তমান গণতান্ত্রিক সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় “ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারন প্রকল্প” গ্রহণ করেছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাতটি পুনরুদ্ধার হবে এবং এই প্রশিক্ষণের মাধ্যমে খামারীরা ছাগল পালনে আরও উৎসাহিত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী ৮ মার্চ সনদ বিতরণের মধ্যদিয়ে এই প্রশিক্ষণের সমাপ্ত হবে।
প্রশিক্ষণে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা অংশগ্রহণকারী সকল খামারীদের ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে করনীয়, রোগ প্রতিরোধ, টিকা প্রদান, ছাগলের বিকল্প দুধ হিসেবে মিল্ক রিপ্লেসার তৈরি করে খাওয়ানোর নিয়মাবলি, প্রাকৃতিক প্রজনন সেবাসহ ছাগলের বিভিন্ন বিষয়ে আলোচনা ও হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।