পাবনায় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন

শেয়ার করুন

পাবনা প্রতিনিধি : পাবনায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে পাবনা সিভিল সার্জন অফিসের কনফারেনন্স রুমে সাংবাদিকগণের সাথে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৪ জুন-২০২৩ খ্রি.) বেলা ১১টায় পাবনার সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরীর সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জোড়াবাংলা পত্রিকার সম্পাদক আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, ২১শে টিভির জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমি প্রমুখ।

এ জেলায় ৯টি উপজেলায় ৭৩টি ইউনিয়ন ৪টি পৌরসভায় ১৯৩০টি কেন্দ্রে ১৮ জুন ২০২৩ খ্রি. সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক যোগে ৬মাস থেকে ৫৯ মাস প্রর্যন্ত প্রায় ৮ লক্ষাধিক শিশুকে জাতীয় ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।

শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাওয়ানোর জন্য সকলকে পরামর্শ দেওয়া হয়। রাতকানা রোগ প্রতিরোধে, শিশুর সাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ভিটামিন “এ” গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *