মু্ক্ত চেতনা ডেস্ক : বানিজ্য মন্ত্রাণালয়ধীন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের ভেজাল বিরোধী অভিযানে সদরের মাছিমপুর মেসার্স জয় ল্যাবরেটরিজ ইউনানী কে নগদ ১ লক্ষ টাকা জরিমানা ও কোম্পানী সিলগালা করা হয়।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি ২০২৩ খ্রি.) দুপুরে র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. তৌহিদুল মবিন খান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার কিশোর রায়, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয় সহকারি পরিচালক মো. মাহমুদ হাসান রনি’র নেতৃত্ব গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দল পাবনা সদরের মাছিমপুর মেসার্স জয় ল্যাবরেটরিজ ইউনানীতে অভিযান পরিচালনা করেন।
অভিযানে পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার মৃত আলী আকবর ছেলে সদরের জালালপুর বসবাসকারী মো. আলী আজম (৪৫) এর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স জয় ল্যাবরেটরিজ ইউনানী, ঢাকা রোড, মাছিমপুর, পাবনা’ এ মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক নগদ ১ লক্ষ টাকা অর্থ জরিমানা করা হয়। সেই সাথে কোম্পানীটিকে সিলগালা করা হয়।
প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ নকল ইউনানী ঔষধ তৈরী করে বাজারজাত করে আসছিল।