পাবনায় মহিলা পরিষদের পেশা জীবিদের সাথে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

শেয়ার করুন

মামুন হোসেন : “কোভিড ১৯ এর চ্যালেঞ্জ মোকাবেলা করি, নারী আন্দোলনকে অগ্রসর করি” এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সাংগঠনিক পক্ষ-২০২১ উপলক্ষে পেশা জীবিদের সাথে গোল টেবিল বৈঠক বুধবার (২০অক্টোবর) বিকেলে পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা জেলা শাখার সহ-সভাপতি রওশন আক্তার মিন্ট’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুন্নাহার জলি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন আসিয়াব পরিচালক মো. আব্দুস সামাদ, জেনারেল হাসপাতাল পাবনার আর এইচ স্টেপ’র ম্যানেজার রোটা. আব্দুল জলিল, বাঁচতে সমাজ উন্নয়ন সমিতি’র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু, সাংবাদিক কামাল আহম্মেদ সিদ্দিকী, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শফিক আল কামাল, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. হাসিনা আখতার রোজী, পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুন্নাহার, প্রশিক্ষণ ও গবেষনা সম্পাদক মোছা. রোজিনা আকতার, উদ্দিপনা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আলেয়া ইয়াসমীন, সুচিতা সমাজ উন্নয়ন সংস্থা পাবনার নির্বাহী পরিচালক নাসরীন পারভীন, পরশী’র নির্বাহী পরিচালক মালা সরকার, বাশবী শ্রমজীবি মহিলা উন্নয়ন সংস্থা পাবনার সভানেত্রী হোসনেয়ারা আরজু, পরিষদের জেলা শাখার সদস্য মাহমুদা খাতুন ও কালবেলা প্রত্রিকার জেলা প্রতিনিধি মামুন হোসেন প্রমুখ।

বক্তাগণ বলেন, করোনা কালীণ সময়ে বেকারত্ব বৃদ্ধি পাওয়ায় হতাশায় সামাজিক অবক্ষয়ের ফলে যৌন হয়রানী, ধর্ষণ, বাল্য বিবাহ, নারী ও কণ্যা শিুশু নির্যাতন আনুপাতিক হারে বেড়ে গেছে। বিষয়টি খুবই উদ্বেগ জনক ব্যাপার বলে সচেতন মহল মনে করছেন। গোল টেবিল বৈঠকে সামাজিক মুল্যবোধ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হয়ে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো দাবী জানানো হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *