নিজস্ব প্রতিনিধি : মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদ পাবনার উদ্যোগে কবিতা আবৃত্তি, সাহিত্য আসর ও আলোচনা সভা শনিবার (১৮’সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় রানা শপিং কমপ্লেক্স তৃতীয় তলায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অনলাইন নিউজ পোর্টাল মুক্তচেতনার সম্পাদক শফিক আল কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মমতাজ রোজ কলির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনার জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিন।
সাহিত্য আসর ও আবৃত্তি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পাবনার অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. জমিদার রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন ইছামতি উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি ও দৈনিক সিনসা পত্রিকার সম্পাদক এস এম মাহবুব আলম, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, শহীদ এম মনছুর আলী কলেজের সহকারি অধ্যাপক মো. আক্তারুজ্জামান।
এছাড়াও বক্তব্য দেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের বাংলার ইন্সট্রাক্টর আলী আকবর মিঞা, এফবিসিসিআই এর কো-চেয়ারম্যান হাজী মো. আবদুল্লাহ ফারুক, এ্যাড. রব্বি উল জিলানী, গীতিকার ও সুরুকার কবি উত্তম কুমার দাস প্রমুখ।
বক্তাগণ বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। কোমলমতি শিক্ষার্থীরা বর্তমানে মোবাইল গেমিং এবং ফেসবুক আসক্তি হয়ে পড়ছে। শিক্ষার্থীদের মেধা বিকাশে এই অবস্থা থেকে বেড়িয়ে আসতে মুক্তদৃষ্টি সাহিত্য ও সংস্কৃতি পরিষদের এই উদ্যোগে আন্তরিক সাধুবাদ জানাই। নতুন নতুন লেখক সৃষ্টির সাথে পাঠকও সৃষ্টি করতে হবে। এই সংগঠন কবিতা আবৃত্তি, সাহিত্য আসর ও সংস্কৃতি চার্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক মামুন হোসেন, নির্বাহী সদস্য রুনা পারভীন শ্রাবন্তী, শিক্ষার্থী ওবায়দুল ইসলাম, অনিক আহম্মেদ ও মানিক প্রমুখ।