পাবনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পাবনায় যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। পাবনা জেলা প্রশাসন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি এডওযার্ড কলেজে, পাবনা জেলা পরিষদ, পাবনা পৌরসভা, পাবনা মেডিকেল কলেজ, সরকারি মহিলা কলেজ, হাজী জসীম উদ্দিন ডিগ্রী কলেজ, শহীদ এম মনসুর আলী কলেজ, পাবনা চেম্বার্স অব কমার্স, পাবনা সড়ক ও জনপথ, পাবনা গণপুর্ত, এলজিইডি, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সেক্টর কমান্ডারা ফোরাম-মুক্তিযুদ্ধ’ ৭১ জেলা শাখা, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা শাখা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পাবনা জেলা শাখা, জেলা শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়, সামাজিক বনবিভাগ, সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ, পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা প্রেস ক্লাব, সকল উপজেলা প্রশাসন, মানসিক হাসপাতাল, সরকারি নার্সিং কলেজ, ড্রামা সার্কেলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, জাতীয় পতকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, রক্তদান, প্রামান্যচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল, খাবার বিতরণসহ ব্যাপক কর্মসুচী পালন করে। রোববার ১৫ আগস্ট জেলা ব্যাপী যথাযথ মর্যাদায় এসব কর্মসুচী পালন করা হয়।

পাবনা- ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স সহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতবৃন্দ রাত ০০.০১ মিনিটে পাবনা জেলা পরিষদ চত্ত¡রে “বঙ্গবন্ধুর ম্যুরাল” এ পুষ্পার্ঘ অর্পন করেন। সকালে জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন “বঙ্গবন্ধুর ম্যুরাল” এ পুষ্পার্ঘ অর্পণ করে।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদের রশিদ হলে আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্টিত হয়। জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ গ্রহন করেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম), জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শোশারোফ হোসেন, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ, মোকলেসুর রহমান প্রমুখ।

পাবনা জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি সংসদ, শ্রমিক লীগ, স্বেচ্ছা সেবক লীগ দিনব্যাপী বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পন, জাতীয় পতকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা, দোয়া মাহফিল, খাবার বিতরণসহ ব্যাপক কর্মসুচী পালন করে। ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে এসব অনুষ্ঠানে অংশ গ্রহন করেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, সহ সভাপতি আবুল কালাম আজাদ, চন্দন কুমার চক্রবর্তী, সাংগাঠনিক সম্পাদক মনির উদ্দিন মান্না, বিজয় ভুষন রায়, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি প্রমুখ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসটিতে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, দোয়া মাহফিলসহ ব্যাপক কর্মসুচী পালন করেন। এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলী।

পাবনা পৌরসভা নানা কমসুচীর মধ্যদিয়ে দিবসটি পালন করে। পুর্স্পাঘ অর্পন, দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসুচী পালন করে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *