পাবনায় ৩৩৫ মেঃটন সরিষা বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা

শেয়ার করুন

সংবাদদাতা : দেশে প্রতিবছর ভৈজ্যতেলের চাহিদার মোট ৪০ ভাগ পূরণে ৭৫২ একর জমিতে ৩৩৫ মেঃটন সরিষার বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পাবনা কৃষি বিভাগ। সংশ্লিষ্ট সূত্র জানা যায়, নিজস্ব উৎপাদনের মাধ্যমে দেশের মোট চাহিদার ১০ ভাগ ভৈজ্যতেল উৎপাদন করা হয়, বাকী ৯০ ভাগই আমদানী করা হয় বিদেশ থেকে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) তেল-বীজ বিভাগ পাবনা অফিস জানায়, দেশের বিপুল পরিমান ভেজ্যতেলের চাহিদা পুরণে ২০২২-২০২৩ অর্থ বছর হতে উন্নত জাতে সরিষার বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিধারণ করা হয়। এতে দেশের ৪০ ভাগ ভৈজ্যতেলের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

বিএডিসি ডাল-তৈলবীজ পাবনার উপ-পরিচালক ড. শামীম আহমেদ জানান, কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) পাবনা কন্ট্রাকগ্রোয়াস জোনের আওতায় ৭৫২ একর জমিতে (আবাদী,ফসলী ও অনাবাদী জমি আবাদযোগ্য করে) আধুণিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ৩৩৫ মেঃটন সরিষা বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যা বিগত বছরগুলোর তুলনায় দ্বিগুণ বেশি হবে। এ বিভাগের আওতাধীন আশপাশের মাঠ ঘুরে দেখা যায়, বীজ উৎপাদনের জমিতে আবাদ করা সরিষার ফুল ও ফল ভাল হয়েছে।

গাঁতী গ্রামের বড় চাষী মো. রাশেদুল ও পূর্ব বনগ্রামের কৃষক ফরহাদ আলী জানান, এ বছর উন্নত জাতের বীজ হওয়ায় বিগত বছরগুলোর তুলনায় অধিক পরিমান সরিষার বীজ উৎপাদন করা সম্ভব হবে যা লক্ষমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলেও জানান তারা।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *