স্টাফ রিপোর্টার : পাবনা ২৫০ শয্যবিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকলিক স্বাস্থ্য সেবা ২য় পর্যায়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সোমবার (০৩ জুলাই ২০২৩ খ্রি.) সকালে হাসপাতালের কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি,
পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ ওবায়দুল্লাহ ইবনে আলী, জেলা আওয়মীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ। সভাপতিত্ব করেন হাসপাতালটির ভারপ্রাপ্ত-পরিচালক ডাঃ সালেহ মোহাম্মদ আলী এবং সঞ্চালনা করেন আরএমও ডাঃ মো. জাহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ডাক্তারগণ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মি, হাসপাতালের কর্মকর্তা প্রমুখ। এই উদ্বোধনের মধ্যে দিয়ে ৫০০টাকা ফি দিয়ে এখন থেকে সরকারি হাসপাতালেই প্রাইভেট চিকিৎসা সেবা পাবে রোগীরা।