পাবনা জেলা প্রশাসনের বাংলা নববর্ষ উদযাপন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনে পাবনা জেলা প্রশাসকের কার্যলয় থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়। পরে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে শোভাযাত্রাটি পাবনা শহীদ চত্বর ঘুরে পাবনা টাউন হল ময়দান স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৮ টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে দিনব্যাপী। এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মরতোজাআলী খাঁন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার নায়েবে আমির প্রিপ্সিপাল ইকবাল হোসাইন, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, এনএসআইয়ের উপ-পরিচালক তৈফিক ইকবাল, প্রেসক্লাব পাবনার সভাপতি ইন্জিনিয়ার সোহেল রানা বিপ্লব, জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মাকসুদুর খন্দকার মাসুদ, বিভিন্ন সরকারি, বেসরকারি অফিসের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, সামাজিক সাংস্কৃতিক ও সচ্চাসেবী সংগঠনের নেতাকর্মি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান এই বিশেষ দিবসটিকে কেন্দ্র করে মেলা, ঘুরি উড়ানো, লাঠি খেলা, প্রদর্শনি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *