পাবনা পৌরসভার ১৫০ কোটি টাকার বাজেট ঘোষণা

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : পাবনা পৌরসভার দেড়’শ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। মঙ্গলবার (২৯’জুন) সকালে পৌর মেয়রের কার্যালয়ে নান্দনিক শহর গড়ার প্রত্যয়ে ২০২১-২২ অর্থ বৎসরের বাজেট ঘোষণা করেন নবনির্বাচিত পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান। বাজেটে আয় ও ব্যয়ের সামঞ্জস্য রাখা হয়েছে। মেয়র শরীফ প্রথম বারের পাবনা পৌরসভার বাজেট ঘোষণা করেন। বাজেটে আয়ের খাত ১৫০ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৬৩৮ টাকা এবং ব্যয়ের খাত সমপরিমান ধরা হয়েছে।
বাজেটে রাজস্ব আয় ৩৫ কোটি ৫৪ লক্ষ, উন্নয়ন আয় ১০৮ কোটি ৯২ লক্ষ, মুলধন ৩ কোটি ৮৪ লক্ষ, সম্ভাব্য প্রারম্ভিক স্থিতি ২ কোটি ৫০ লক্ষ টাকা ধরা হয়েছে। ব্যয় ধরা হয়েছে রাজস্ব ১৩ কোটি ৪০ লক্ষ, উন্নয়ন ১ ম কোটি ১১ লক্ষ, মুলধন ব্যয় ৩ কোটি ৫৫ লক্ষ, সম্ভাব্য সমাপনী স্তিতি ৩৩ কোটি ৭৩ লক্ষ টাকা ধরা হয়েছে।
বাজেট ঘোষনায় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলী বিশ্বাস, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাজাহান মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা শহীদুল ইসলাম, বস্তি উন্নয়ন কর্মকর্তা লিন্টু , পাবনা প্রেস ক্লাব সহ-সভাপতি শহীদুর রহমান শহীদ, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি কাজী মাহবুব মোর্শেদ বাবলা প্রমুখ।

বাজেট ঘোষনা অনুষ্টানে পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে তুলে এনেছেন। শেখ হাসিনার উন্নয়নের সহযোদ্ধা হিসেবে পাবনা পৌর সভাকে একটি নান্দনিক শহরে পরিণত করতে রাতদিন শ্রম দিচ্ছি। পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-সিরাজগঞ্জ নারী আসনের সংসদ সদস্য নাদীরা ইয়াসমীন জলি সহ বিভিন্ন ব্যাক্তি ও সংস্থার সহযোগীতায় পাবনা পৌরবাসী কষ্ট লাঘব করে একটি উন্নত মডেল শহর গড়ে তুলব। পৌর মেয়র নয় পৌরবাসীর সেবক হিসেবে কাজ করছি।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *