পাবনা সদর উপজেলায় ৪২ টি শিখন কেন্দ্র’র উদ্বোধন

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক বাস্তবায়িত আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচী (পিইডিপি-৪) সাব-কম্পোনেন্ট ২.৫ বাস্তবায়নের লক্ষে পাবনা সদর উপজেলায় ৪২ টি শিখন কেন্দ্র’র উদ্বোধন করা হয়।

আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন। শনিবার (১৬’ জুলাই) সকাল সাড়ে ১০ টায় মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া উপানুষ্ঠানিক প্রাথামিক বিদ্যালয়ে পাবনা সদরের সহকারী কমিশনার (ভূমি) কাউসার হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ^াস ও মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পাবনার সহকারী পরিচালক ইমদাদুল হক, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, মালিগাছা ইউপি চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী, সহকারী শিক্ষা অফিসার নারগিস সুলতানা এবং টেবুনিয়া ক্যাচমেন্টের ক্যাম্পেইন কমিটির সভাপতি, টেবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খাতুন। এর আগে স্বাগত বক্তব্য দেন দিগন্ত সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা নিবার্হী পরিচালক শামছুন নাহার মুক্তা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দিগন্তর জেলা প্রোগ্রাম ম্যানেজার ময়নুল হক।

উল্লেখ্য, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর নির্দেশনা মোতাবেক ১ মার্চ থেকে ২০২২ খ্রি. পাবনা জেলার সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া, চাটমোহর, আটঘরিয়া ও ঈশ^রদী ৬টি উপজেলায় মোট ৪২০ টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়েছে এবং নিয়মানুযায়ী বিদ্যালয় পরিচালনা সহ পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অনুমোদন সাপেক্ষে গতকাল উদ্বোধন করা হলো পাবনা সদর উপজেলায় ৪২ টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় (শিখন কেন্দ্র)। উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট ক্যাচমেন্টর সভাপতি মন্ডলী এবং শিক্ষকমন্ডলী সহ অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *