পাবিপ্রবি উপাচার্য-কে সংবর্ধনা দিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন

মুক্ত চেতনা ডেস্ক : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হাফিজা খাতুন-কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর ২০২২ খ্রি.) সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও এলামনাই মিলনমেলা-২০২২ উপলক্ষে তাঁকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

এলামনাই সভাপতি অধ্যাপক শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এলামনাই মিলনমেলা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক হাফিজা খাতুন কে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপাচার্য হাফিজা খাতুন অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এনামনাই মানে শুধুমাত্র একদিন মিলিত হওয়া নয়, এলামনাইয়ের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়কে, দেশকে যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম, উপ-উপাচার্য শেখ মো. মনজুরুল হক, রেজিস্টার রহিমা কানিজ প্রমূখ। শেষে ৫০ বছর পূর্তি ও এলামনাই মিলনমেলা পক্ষে থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *